রবিবার, ৩০ আগস্ট, ২০১৫

ভরা আষাঢ় বঙ্গোপসাগরে
তোমার চোখে তখন ও বৈশাখ
বেলাভূমির পায়ের ছাপ বুঝি
ভুলেই গেছে কে দিয়েছিল ডাক

ডাক পাঠালে, মেঘ-থৈথৈ বেলা
তোমার বুকে ঢেউ-এরা উচ্ছল
~"সাগরপারে আবার দেখা হবে"~~
--পূবে হাওয়াই আমার সম্বল

এলাম তাই হাওয়ার-ই হাত ধরে
সকাল থেকে অপেক্ষার ক্ষণ
কোন ঢেউ-এতে তোমার ই নাম লেখা
কোন হাওয়াতে তোমার ই গুঞ্জন

এখন তোমার অকুল বিথার; দেহে
এখন তোমার সিক্ত লবণতা
এখন তোমার অনেক সাথী, নদী,
এখন কি আর ভাববে আমার কথা?

তোমার জন্যে  যে মন আনলাম
এই মোহনায় আলগোছে থাক পড়ে
তোমার-আমার গাঙ্গেয় আলাপ ও
রেখে এলাম তোমার অগোচরে ।।

1 টি মন্তব্য:

স্পিতি-যাপন : পর্ব ৪

আমাদের স্পিতি সফরের দশ দিন বেঁধে রাখতে চাই শব্দের নিগড়ে। সেই প্রয়াসের আজ চতুর্থ পর্ব। দিন ৪: ছিতকুল-...