সোমবার, ৩০ জানুয়ারী, ২০১২

ঘাসের ওপর কিছু শিশিরের কান্না জমে আছে
আহত পাখির ব্যথা -- বুঝি কিছু মেঘক্লান্ত ভোর
বুঝি বা না বলা কথা না ঝরা বৃষ্টির ভেজা চোখ
ছোট্টবেলার কোনো পুষে রাখা মৃদু অভিমান
জমে আছে...জমে থাকে...মনে রয়ে যায়....

কখনো সকাল হলে মনে আসে অবিশ্রান্ত মেঘ
কে যেন রাখেনি কথা--কে যেন খেলার ছলে কবে
দুদিনের খেলাঘর ফেলে গেছে গোধুলি আলোতে
কে যেন আসবে বলে প্রতিক্ষায় ছিনু সারাবেলা
অ-বাক বেদনা জমে...কুয়াশায় ভিজে যায় মন...

পৃথিবী নিজের মত ঘড়ির কাটার মাপে চলে
আমি যদি থেমে যাই? আজ এই মন্থর দুপুরে
আমি যদি নাই ভাবি লাভ-লোকসান, ক্ষয়-ক্ষতি..
থেমে থাকি অবিরাম থেমে থাকি নিজের খেয়ালে?
যাক না পৃথিবী আজ আমাকে অনেক পিছে ফেলে
শুধু তুমি থেকো এই বেদনাক্লান্ত অবসরে
আমি একা বুনে যাব ব্যাথারং তোমার আচলে ... 

স্পিতি-যাপন : পর্ব ৪

আমাদের স্পিতি সফরের দশ দিন বেঁধে রাখতে চাই শব্দের নিগড়ে। সেই প্রয়াসের আজ চতুর্থ পর্ব। দিন ৪: ছিতকুল-...