শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

তোমার গোকুল ছিল, কদমের ঘন নীল ছায় 
তোমার যমুনা ছিল, তোমার উদাসী পূবে বায় 
তোমার রাখল-সাথী, তোমার কপোত-প্রেমকথা 
তোমার নিকোনো ঘর, তোমার ছোঁয়াচে চপলতা 

কোন সকালের আলো উদাস মল্লারের তানে 
পথের ব্যাকুল ডাক এনে দিল তোমার চেতনে 
অনর্গল বিশ্ব এলো তোমার নিভৃত কুঞ্জদ্বারে 
প্রথম যাত্রার ধ্বনি~ চেয়ে দেখা কুতূহল ভরে 

এখন তোমার পায়ে ধূলি-অঙ্কিত বিশ্বালাজ 
পথের গম্ভীর ধ্বনি শিরায় মন্দ্রিত তব আজ 
এখন সমুখে তব আকাশের বিপুল বিথার 
এগিয়ে চলার ক্ষণ, ফেরার সময় নেই আর 

তোমার বসন গেছে, রিক্ততার আভরণ সার 
তোমার নিভৃত শান্তি টুটে উঠে তরঙ্গ হাজার 
তোমার অঙ্গন গেছে, বদলে পেয়েছ এ আকাশ
তোমার প্রেমের সুখ হারিয়ে পেয়েছ দীর্ঘশ্বাস 

যাত্রার শুরু এই, এমন ই যে এ পথের দাবী
নিজের যা কিছু ধন সব এই পথেই হারাবি 
সকল ক্ষুদ্রতা ফেলে আজ তুমি ব্যাপ্ত চরাচরে 
ফিরো না, ফিরো না, পান্থ, অকুলান তোমার সে ঘরে 

সমস্ত বিশ্বের পরে আজ তোর দৃপ্ত অধিকার 
ভুলে যাও ফেলে আসা বিদায়ের যত মনোভার 
ভোল প্রেয়সীর আঁখি, ভোল শান্ত ব্রজের আঙ্গন 
পথের মহান মন্ত্রে আজ যে তোমার আবাহন 

অনন্ত যাত্রায় চল, বন্ধ থেকে চির-মুক্তি-পানে 
গোকুল-মথুরা বেড়ে পথের অনির্দেশ্য় টানে.... 










স্পিতি-যাপন : পর্ব ৪

আমাদের স্পিতি সফরের দশ দিন বেঁধে রাখতে চাই শব্দের নিগড়ে। সেই প্রয়াসের আজ চতুর্থ পর্ব। দিন ৪: ছিতকুল-...