শুক্রবার, ২১ মার্চ, ২০১৪

হাওয়া বদল

শীতের শেষ দিন টা পেরিয়ে এলাম আজকেই (বোধ হয়) -- এবারের অতিরিক্ত লম্বা আর কনকনে ঠান্ডা শীত টা অবশেষে জায়গা ছেড়ে দিল বসন্তের প্রথম দিনটিকে। সকালে চলে যাবার আগের শেষ দীর্ঘ-নিশ্বাস এর মত উত্তুরে হাওয়া শেষমেষ ঝলমলে রোদ এর কাছে বেমালুম হেরে গিয়ে বেপাত্তা ই হয়ে গেল। আপেল গাছের পাতা-ঝরা ফাকা ডাল গুলো সাদা ফুলের সম্ভারে সেজে উঠেছে, আকাশের নীল এর তীব্রতার সামনে চোখ পাতা যায় না। জ্বলে যাওয়া ঘাসগুলোয়  এখানে সেখানে সবুজের ছোপ, গলফ কোর্স এর মাঠ জুড়ে কখন ছেয়ে গেছে একরাশ নীল ফুল। দিন বদলাচ্ছে। প্রতিদিন, একটু একটু করে বদলে যাচ্ছে বয়েসের ভারে জীর্ণ অথচ চিরযৌবনা এই পৃথিবী টা।
ব্লু-বনেট
চিত্র-সৌজন্যে:  গুগল
বহতা নদীর মত চলতে চলতে জীবন ও বদলে যায়, বদলে দেয় আমায়। কখনো অজান্তেই আলোর বন্যায় ভেসে যায় মনের অন্দরমহল, কখনো মেঘ আর কুয়াশা পেরিয়ে দৃষ্টি চলে না ভাবীকাল এর দিকে। আর নিত্যদিনের এই বদলে যাওয়ার স্রোতে ভাসতে ভাসতে, উজান-ভাটির টানে দুলতে দুলতে কখন মনের মাটি তে এসে পড়ে নতুন পলির আস্তর, ঋদ্ধ হয়, পূর্ণ হয়। আর সব যাওয়া-আসা শেষে, সব স্রোত-অস্রোতের ঢেউ পেরিয়ে যখন ঘাটে এসে লাগে নৌকো, বুঝতে পারি, এত বদলের মধ্যেও কোথায় যেন রয়ে গেছে এক অপরিবর্তনীয়, যে ধরে রাখে, সংজ্ঞায়িত করে আমার অস্তিত্ব। শিকড়ে শিকড়ে যে মাটির সঞ্চার, সত্তার গভীরে যে চেতনার উন্মেষ। অনেক অনেক আলোকবর্ষ পেরিয়ে, এই বদলে যাওয়া পৃথিবী আর পাল্টানো সময়ের বুকে দাড়িয়েও জেগে থাকবে সেই চিরন্তন সত্য, শস্ত্রে ছেড়ে না অগ্নি দহে না যারে। ঋতু-বদলের এই প্রথম দিনে হঠাত কেমন করে মনে এসে বাজলো সেই অপরিবর্তনীয়ের ই সুর, নতুন করে ভালো লাগলো এই পাল্টে যাওয়া সময়, এই ভীষণ সজীব বেঁচে থাকা।

স্পিতি-যাপন : পর্ব ৪

আমাদের স্পিতি সফরের দশ দিন বেঁধে রাখতে চাই শব্দের নিগড়ে। সেই প্রয়াসের আজ চতুর্থ পর্ব। দিন ৪: ছিতকুল-...