অনেক দিন বাদে কালি-কলমে রোজনামচা লিখতে বসা, অনেক দিন বাদে বহতা জীবনের এক টুকরো ধরে রাখার ইচ্ছে, অনেক দিন বাদে উপচে পড়া মন-কেমন .. এই শীতার্ত রাত, বুক-ভরে-নেওয়া এই হিমেল হাওয়া মনে করিয়ে দেয় বেচে থাকাটা কত সুন্দর কত প্রানবন্ত, আবার তার ই মধ্যে দিয়ে যায় এক-আকাশ ভর্তি অভিমান আর মন-কেমনের ঢেউ। ভালো-থাকা খারাপ-থাকা মিলেমিশে একটা ভীষণ জটিল জ্যামিতিক নকশা হয়ে যায়, বা দুর্বোধ্য কোনো আধুনিক কবিতা। হয়ত এই দ্বিত্ব-টুকুর নাম ই জীবন, হয়ত এই আলো-আধারি না থাকলে এত রহস্যময় হতে পারত না এগিয়ে চলা। এখন এই আনন্দ-পূত অথচ বিষাদ-খিন্ন, ধ্যান্স্তব্ধ এক মুহুর্তে বসে আছি আমি আর আমার মন-কেমন; এক ছায়াছন্ন ভালো থাকার ওম ঘিরে রয়েছে যেন। জানি না কার জন্যে, বা জানি না কারোর জন্যে কি না, ভাসিয়ে দিলাম একগুচ্ছ শুভেচ্ছার চিঠি--ভালো থেকো।
শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৩
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
স্পিতি-যাপন : পর্ব ৪
আমাদের স্পিতি সফরের দশ দিন বেঁধে রাখতে চাই শব্দের নিগড়ে। সেই প্রয়াসের আজ চতুর্থ পর্ব। দিন ৪: ছিতকুল-...

-
আমি সেই বিরল প্রজতির একজন, যাদের কলকাতার গ্রীষ্ম ভারী প্রিয়। দিবা দ্বিপ্রহরের দারুণ অগ্নিবাণ, আপাদমস্তক স্বেদ-সিক্ত হয়ে বাড়ি ফেরার ক্লান্তি...
-
হঠাত হঠাত ইচ্ছে হয় না, আমি যদি আমি না হয়ে অন্য কেউ হতাম ভাবতে? কেমন হত জীবন টা--কোন নিয়মে ব্নাধা থাকত আমার চলা-বসা--কারা থাকত আমার চা...
-
ওর সঙ্গে আমার আলাপ লঞ্চ এ। হাওড়া-বাগবাজার সকাল নটার লঞ্চে রোজ দেখতাম, হালকা রঙের শাড়ি পরা, কালো কাপড়ের ব্যাগ হাতে, কেমন যেন ধূসর চেহারা। প...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন